Текст песни Arnob - Shomoy Kate

  • Исполнитель: Arnob
  • Название песни: Shomoy Kate
  • Дата добавления: 01.05.2019 | 20:15:22
  • Просмотров: 203
  • 0 чел. считают текст песни верным
  • 0 чел. считают текст песни неверным

Текст песни

সময় কাটে বড় স্তব্ধ আক্রোশে
ঘুমেরই নির্ঘুম এ ক্ষণ
শালিক বাসা খোঁজে হারানো নীল দেশে
না জেনে ফেরারী এ মন

পিচ গলা তরলে আটকে পা
দুঃস্বপ্ন অন্ধ দুই চোখে
অসতর্ক হৃদয় পোষ মানে
মিথ্যে বলার আফসোসে।

সকালে বিকালে উঠে রোজ অকালে
গোলে মালে ফাঁক তালে
বাসে ঝুলে বেহালে
আজ নেই, কাল নেই মাল নেই
ঘুরে ঘুরে গাল দেই
আকাশে বাতাসে
মুখখানা ফ্যাকাসে
তাই বুঝি একা সে
মনে মনে ভাবে সে
সকালে বিকালে অকালে
তালে তালে বাসে ঝুলে বেহালে
ঘুর ঘুর ফুর ফুর
নাকে হাওয়া সুর সুর
লাগিয়ে বাগিয়ে
লোকজন রাগিয়ে
টিকাটুলি বাড্ডায়
অলিগলি আড্ডায়
বকাবে ঠকাবে
শুধু দিয়ে চা খাবে
রোজ রোজ খোঁজ খোঁজ
যে বোঝার সেই বোঝ
ডিম পোচ

সময় কাটে বড় স্তব্ধ আক্রোশে
ঘুমেরই নির্ঘুম এ ক্ষণ
শালিক বাসা খোঁজে হারানো নীল দেশে
না জেনে ফেরারী এ মন

সকালে বিকালে উঠে রোজ অকালে
গোলে মালে ফাঁক তালে
বাসে ঝুলে বেহালে
আজ নেই, কাল নেই মাল নেই
ঘুরে ঘুরে গাল দেই
আকাশে বাতাসে
মুখখানা ফ্যাকাসে
তাই বুঝি একা সে
মনে মনে ভাবে সে
সকালে বিকালে অকালে
তালে তালে বাসে ঝুলে বেহালে
ঘুর ঘুর ফুর ফুর
নাকে হাওয়া সুর সুর
লাগিয়ে বাগিয়ে
লোকজন রাগিয়ে
টিকাটুলি বাড্ডায়
অলিগলি আড্ডায়
বকাবে ঠকাবে
শুধু দিয়ে চা খাবে
রোজ রোজ খোঁজ খোঁজ
যে বোঝার সেই বোঝ
ডিম পোচ

Перевод песни

In time, the big hang-up rage
Sleeplessness is the moment of silence
Looking for a home in a lost blue country
Not knowing Ferrari's mind

Feet stuck in the pitch neck fluid
Nightmare blind with two eyes
False heart means nourishment
Sorry to lie.

Early in the morning, rose prematurely
The goalie is to lock in the gap
Hanging out on the bus
No today, no tomorrow, no goods
Turn around and cheek
In the air in the sky
In the facade fade
So I understand he alone
I think he is
Prematurely in the morning
Riding on the bus in the bus stop
Turn around
The breeze in the nose is the tune
Planted
People are angry
The vaccine is in Badda
In the oligarchy
Cheat
Just have tea
Looking for Rose Rose
That burden is that burden
Egg poach

In time, the big hang-up rage
Sleeplessness is the moment of silence
Looking for a home in a lost blue country
Not knowing Ferrari's mind

Early in the morning, rose prematurely
The goalie is to lock in the gap
Hanging out on the bus
No today, no tomorrow, no goods
Turn around and cheek
In the air in the sky
In the facade fade
So I understand he alone
I think he is
Prematurely in the morning
Riding on the bus in the bus stop
Turn around
The breeze in the nose is the tune
Planted
People are angry
The vaccine is in Badda
In the oligarchy
Cheat
Just have tea
Looking for Rose Rose
That burden is that burden
Egg poach

Все тексты Arnob >>>